চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পরিচালনাকারীদের ওপর জেলেরা হামলা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ।
ইউএনও’র সিএ আমিনুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৬ টায় মোহনপুরে ভ্রাম্যান আদালত পরিচালনাকালীন নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে জেলে ট্রলার আটকের চেষ্টাকালে কতিপয় দুষ্কৃতিকারী জেলে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে উপজেলা মৎস্য সম্প্রাসারন কর্মকর্তা, ২ জন পুলিশ সদস্য ও ট্রলার শ্রমিক আহত হন।
আহতরা হলেন উপজেলা মৎস্য সম্প্রাসারন কর্মকর্তা সাইফুল ইসলাম, এএসআই সত্যব্রত, কনস্টেবল ইউনুস ও ট্রলার শ্রমিক কালাম। ট্রলার শ্রমিক কালামের মাথা ফেটে যায়। হামলাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ্জু করা হবে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রাসারন কর্মকর্তা সাইফুল ইসলাম, নৌ-পুলিশ, ইউএনও’র সিএ আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। মা ইলিশ রক্ষার অভিযান অব্যাহত থাকবো। সরকারে নিদের্শনা অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Development by: webnewsdesign.com