মুসলিম বিশ্বের পবিত্র শহর মক্কায় নারীদের নিয়ে র্যাপ সংগীতের ভিডিও প্রকাশ করায় এর তীব্র সমালোচনা করেছেন সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে ভিডিওটির নির্মাতা ও সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।
দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘অ্যা গার্ল ফ্রম মক্কা’ বা ‘বিন্তে মক্কা’ শিরোনামের এই গানটিতে দেখা যায়, একটি কফি দোকানের মধ্যে হিজাব পরা এক তরুণী মক্কার নারীদের প্রশংসা করে র্যাপ করছেন। তার পেছনে গানের সঙ্গে নাচছেন কয়েকজন ছেলেমেয়ে।
গানের প্রথম লাইনটি ছিল, ‘আমি মক্কার একটি ভালো মেয়ে যে কঠোর পরিশ্রম করতে পারে। কোনো কঠিন পরিস্থিতে সে পিছু হঠে না।’
এ বিষয়ে মক্কা কর্তৃপক্ষ জানায়, ভিডিওটি মক্কার মানুষের রীতিনীতি এবং ঐতিহ্যের অবমাননা। তাই ভিডিও তৈরিতে জড়িতদের বিচারের নির্দেশ দিয়েছেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল।
ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, ওই নারী গায়ক মক্কার বাসিন্দা হলেও সৌদি আরবের নাগরিক নন। আবার কেউ কেউ বলছেন, ওই নারী আফ্রিকান বংশোদ্ভূত সৌদি নাগরিক।
Development by: webnewsdesign.com