খাগড়াছড়ি মংসুইপ্রু চৌধুরী অপুকে কেন্দ্রীয় মারমা সংসদের গণসংবর্ধনা

সোমবার, ০৪ জানুয়ারি ২০২১ | ১০:২৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি মংসুইপ্রু চৌধুরী অপুকে কেন্দ্রীয় মারমা সংসদের গণসংবর্ধনা
apps

খাগড়াছড়িতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ মং ক্য চিং চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদ কমিটি উদ্যোগে এবং আয়োজনে জেলা সদরের মারমা কমিউনিটি সেন্টারে চেয়ারম্যানসহ সদস্যকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি সভাপতি মং প্রু চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী অপু, বাংলাদেশ আওয়ামীলীগের খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচনে নৌকা মার্কায় মেয়র পদ প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মং ক্য চিং চৌধুরী, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা অং সুই মারমা, কেন্দ্রীয় কমিটি সহ- সভাপতি ক্যজরী মারমা, মারমা উন্নয়ন সংসদ সদর শাখায় সাধারণ সম্পাদক নিয়ং মারমা প্রমুখ।

বাংলাদেশ আওয়ামীলীগের খাগড়াছড়ি শাখার সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মানিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি সহ- সভাপতি ম্রাগ্য মারমা, কেন্দ্রীয় কমিটি সহ সম্পাদক বাঁশরী মারমা, কেন্দ্রীয় কমিটি অর্থ সম্পাদক মংসা অং মারমা, সাংবাদিক মো. আজিম উল হক, জেলা পরিষদে জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুর সহ কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদ নেতৃবৃন্দ, মারমা উন্নয়ন সংসদ সদর শাখা নেতাকর্মীরা, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজলার শাখা মারমা উন্নয়ন সংসদের নেতৃবৃন্দরা, মারমা শিল্পী গোষ্ঠী নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন ।

চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী অপু সহ বক্তরা বলেন, জননেন্ত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং খাগড়াছড়ি নেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আমাদেরকে মারমা জাতি গোষ্ঠীকে নিজের সন্তানের মত ভালোবাসে বলেই খাগড়াছড়িতে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে মারমাকে গ্রহণ করেছে। নেন্ত্রী এবং নেতার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Development by: webnewsdesign.com