ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কোমায় আফগান ক্রিকেটার নাজিব

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ১:৩৪ অপরাহ্ণ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কোমায় আফগান ক্রিকেটার নাজিব
apps

গত শুক্রবার রাতে ভয়ঙ্কর সড়ক দুঘর্টনার কবলে পড়ে মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে গেছেন আফগানিস্তান ক্রিকেট দলের ডানহাতি ওপেনার নাজিব তারাকাই।

এ ব্যাপারে আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) অফিসিয়াল টুইটারে জানানো হয়েছে, ‘গতকাল এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই। রাতেই তার অপারেশন করা হয়েছে। তবু অবস্থার কোনো উন্নতি ঘটেনি। তার দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।’

ক্রিকেট এডিক্টর জানিয়েছে, জ্ঞান না ফেরায় নাজিব তারাকাইকে রাজধানীর কাবুলের উন্নত কোনো হাসপাতাল কিংবা দেশের বাইরে পাঠানোর কথা ভাবছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

নাজিব তারাকাইকে দেখতে হাসপাতালে গেছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান, করিম সাদিক ও বোর্ডের কর্মকর্তার।

Development by: webnewsdesign.com