ভ্লাদিমির পুতিনের ভাষণ লেখক এখন রাশিয়ার ফেরারি আসামি

শনিবার, ২৫ মার্চ ২০২৩ | ৩:০৭ অপরাহ্ণ

ভ্লাদিমির পুতিনের ভাষণ লেখক এখন রাশিয়ার ফেরারি আসামি
ভ্লাদিমির পুতিনের ভাষণ লেখক এখন রাশিয়ার ফেরারি আসামি
apps

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একসময়কার ভাষণ লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত আব্বাস গ্যালিয়ামভ (৫০) এখন দেশটির ফেরারি আসামির তালিকায়।

ইউক্রেন ইস্যুতে পুতিনের সমালোচনা করে মন্তব্য করায় রাশিয়ার পুলিশ তার নাম ফেরারি আসামির তালিকায় রেখেছে। খবর আলজাজিরার।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পুতিনের ভাষণ লেখার দায়িত্ব পালন করেন। ভ্লাদিমির পুতিন তখন রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

বর্তমানে আব্বাস রাশিয়ায় থাকেন না। এখন তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণধর্মী আর্টিকেল লিখে থাকেন। এসব লেখায় তিনি ইউক্রেনে পুতিনের বিশেষ সামরিক অভিযানের সমালোচনা করে মন্তব্য করেছেন।

এ কারণে রাশিয়ার বিরাগভাজন হয়েছেন তিনি। আব্বাস শুক্রবার তার নাম রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ফেরারি আসামির তালিকায় দেখতে পান।

Development by: webnewsdesign.com