ভোলার বোরহানউদ্দিনে উপজেলায় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদকসহ ৯ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১ টায় বোরহানউদ্দিন পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুনেঞ্জর হাট এলাকা থেকে এদের কে আটক করা হয় ।
আটককৃতরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান, কুঞ্জের হাট ডি,টি,এম মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোকাম্মেল হক ভূইয়া,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, তজুমউদ্দিন উপজেলার সবুজ তালুকদার, একই উপজেলার কেমুল্লা গ্রামের সাহাবউদ্দিন সহ ৯ জনে।
এদের কাছ থেকে ৩১৩ পিচ ইয়াবা, এবং এক গেজি গাজা উদ্ধার করা হয় । বোরহানউদ্দিন থানার ওসি এনামুক জানান, গোপন সংবাদের বিত্তিতে বোরহানউদ্দিনে উপজেলা যুবলীগের সম্পাদক ইসমাইল খান সহ ৯ জনকে আটক করা হয়েছে । তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা সহ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আয়নে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করা হবে। উল্লেখ্য যে এরা এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী হিসেবে পরিচিত।
Development by: webnewsdesign.com