জাতীয় নেতা তোফায়েল আহমেদ (এম.পি) তার মা’কে গভীরভাবে ভালোবাসতেন। মা-ই ছিলেন তার বাঁচার অবলম্বন ও পথ চলার প্রেরণা। তাই তিনি আজও তার মায়ের অনুপস্থিতি হৃদয় দিয়ে অনুভব করেন।
মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা তার মাঝে জাগিয়েছে দেশের প্রতি, মায়ের প্রতি মমতা। সমাজে এমন কিছু অসহায় মা আছেন বৃদ্ধ বয়সে পরিবারের স্নেহ, যত্ন, ভালোবাসা থেকে বন্চিত।সেই সব ভাগ্যাহত মায়েদের তিনি রাখতে চান একটা সুন্দর, আনন্দময় ও পারিবারিক পরিবেশে।
সমাজের অবহেলিত এবং অসহায় বৃদ্ধা মায়েরা যেন শেষ জীবনটা সুখে ও যত্নে কাটাতে পারেন সেজন্য ভোলা, বাংলাবাজার উপশহর এলাকায় নিজস্ব উদ্যোগে মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন “ফাতেমা খানম বৃদ্ধাশ্রম”।
এখানে রয়েছে পারিবারিক পরিবেশে থাকা-খাওয়ার সু-বন্দোবস্ত, প্রত্যেক মায়েদের জন্য রয়েছে আলাদা বিছানা, আলমারি, টেবিলসহ আরও অনেক আধুনিক জীবনের সুবিধা। বিনোদনের জন্য রয়েছে টিভি, প্রতি মাসে জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ সহ অন্যান্য ব্যবস্থা।
রয়েছে সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও এ্যাম্বুলেন্স সুবিধা। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য বৃদ্ধাশ্রম ও আশেপাশের এলাকা ২৪ ঘন্টা ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়।
বৃদ্ধাশ্রমে বসবাসরতদের সম্পূর্ণ খরচ “তোফায়েল আহমেদ ফাউন্ডেশন” বহন করবে।
সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্নেহ বন্ঞিত মায়েরা যেন শেষ জীবনটা আরাম-আয়েশে পারিবারিক পরিবেশে কাটাতে চান তারা যোগাযোগ বা আমাদের সন্ধান দিতে পারেন।
এ তথ্য সোমবার নিশ্চিত করেছেন তোফায়েল আহম্মেদের এক মাত্র পুত্র মইনুল হোসেন বিল্পব।
মহাসচিব
তোফায়েল আহমেদ ফাউন্ডেশন।
বাংলাবাজার, ভোলা।
সার্বক্ষণিক যোগাযোগের জন্য-
মো: নকিব উদ্দীন,
ম্যানেজার,ফাতেমা খানম বৃদ্ধাশ্রম।
মোবাইল: ০১৬১১ ১২২২৫৪
Development by: webnewsdesign.com