ভোলা দৌলতখান ও চরফ্যাশনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন- কবির হোসেন, লামিয়া ও অজ্ঞাতনামা এক ব্যক্তি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোলা-চরফ্যাশন ও দৌলতখানের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় বাসচাপায় কবির হোসেন নামে এক পথচারী নিহত হয়েছে। একই দিন সকালে দৌলতখানের সৈয়দপুর সড়কে অটোরিকশার চাপায় লামিয়া নামে এক শিশু নিহত হয়েছে।
অন্যদিকে ভোলা-চরফ্যাশন সড়কের কাইমুদ্দিন সড়কে ট্যাংকার ও অটো রিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Development by: webnewsdesign.com