ভোলায় প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত বিএনপি কর্মী আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
রবিবার দুপুরে কুড়িগ্রাম দাদামোড়ে আমিন মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, জেলা বিএনপির সহ-সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন, জেলা মৎস্যদলের আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক নুর ইসলাম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, যুগ্ম সম্পাদকসোহাগ হোসেন, জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান খলিল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল, সদস্য সচিব আরমান হোসেন, যুবদল সদর উপজেলা সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইনসান আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরোয়ার আহমেদ সাওন, কুড়িগ্রাম সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আকাশ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা ফজলুল হক।
Development by: webnewsdesign.com