ভোলায় চর দখল নিয়ে দুই গ্রপে সংঘর্ষ, নিহত-১

শুক্রবার, ২৫ জুন ২০২১ | ৪:৩৪ অপরাহ্ণ

ভোলায় চর দখল নিয়ে দুই গ্রপে সংঘর্ষ, নিহত-১
apps

ভোলা সদর উপজেলায় চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. নুরুল ইসলাম ওরফে কেন্টু বেপারী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত নুরুল ইসলাম সদর উপজেলার পূর্ব ইলিশার ৪নং ওয়ার্ডের ডোনাডগী গ্রামের মো. মফিজলের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে সাত জন‌কে ধ‌রে পু‌লি‌শের কাছে সোর্পদ ক‌রে‌।

বৃহস্প‌তিবার বেলা ১১টার দিকে পূর্ব ই‌লিশা ইউ‌নিয়‌নের ৪নং ওয়া‌র্ডের গাজীপুর চরে এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

প্রত‌্যক্ষদর্শী মো. না‌ছির ফরমান জানান, সকা‌লে দি‌কে কামাল তালুকদা‌র গ্রু‌পের নিহত কান্টু ব‌্যাপারীসহ বেশ ক‌য়েকজন চর গাজীপু‌রে জ‌মি‌তে ধান রোপন কর‌তে যান। ধান রোপন কর‌তে গে‌লে ‌বিপক্ষ লাল‌ মিয়া গ্রু‌প বাঁধা দেয়। এ‌তে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংর্ঘষ হয়। এসময় নুরুল ইসলাম কেন্টু বেপারী নিহত হয়। এসময় স্থানীয়‌দের সহ‌যোগীতায় লাল মিয়া গ্রু‌পের সাত জন‌কে আটকে রেখে পু‌লি‌শের কাছে হস্তান্তর করেন।ই‌লিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. ফ‌রিদ শেখ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থেকপ নিহতের লাশ উদ্ধার ক‌রে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে মামলা প্রস্তু‌তির চল‌ছে।

Development by: webnewsdesign.com