ভোট গণনার ৬ ঘণ্টায় এগিয়ে বিজেপি জোট

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ | ২:৫৪ অপরাহ্ণ

ভোট গণনার ৬ ঘণ্টায় এগিয়ে বিজেপি জোট
ভোট গণনার ৬ ঘণ্টায় এগিয়ে বিজেপি জোট
apps

ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনি কার্যক্রম শেষে এবার চলছে ১৮তম লোকসভার ভোট গণনা। গণনার প্রথম ৬ ঘণ্টায় এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে বিকেলে ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ২ টা ৪৫ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৮টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৮টি আসনে। অন্য দল এগিয়ে ১৭ আসনে।

৫৪৩ আসনের মধ্যে দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। এবার ৫৪৩ আসনে সাত ধাপে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন।

Development by: webnewsdesign.com