ভোটারদের কৃতজ্ঞতা জানালেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী

শনিবার, ১১ মে ২০২৪ | ১২:২৯ অপরাহ্ণ

ভোটারদের কৃতজ্ঞতা জানালেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী
ভোটারদের কৃতজ্ঞতা জানালেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী
apps

গত ৮ ই মে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে কুশল বিনিময় ও ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

৯ মে কাজিপুর উপজেলা আঃলীগের কার্যালয়ে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রচার-প্রচারণার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসা নির্বাচিত বর্তমান কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী নির্বাচিত হয়ে প্রথমে আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় শেষে তার রাজনৈতিক দীক্ষা গুরু কাজিপুরের কৃতি সন্তান সাবেক সফল বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা করেন।তারপর স্থানীয় সাংসদ তানভীর শাকিল জয় মহোদয় এর সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সর্বোপরি তিনি কাজিপুরের সর্বসাধারণের ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের সহযোগিতা কামনা করে মডেল উপজেলা গড়ার কথা বলেন।তিনি স্থানীয় সাংসদ তানভীর শাকিল জয় মহোদয় এর দিক-নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম উপজেলা, ইউনিয়ন ও এলাকার উন্নয়নে সফলভাবে সম্পাদন করতে চান। উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও আঃলীগের দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি কাজিপুর উপজেলা উন্নয়নে উপজেলা বাসী সহ সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কাজ করে দলমত নির্বিশেষে তিনি সর্ববৃহত এই উপজেলার সকলের আস্থা অর্জন করতে চান।

উন্নয়ন পাগল, জনগণের আস্থাভাজন পরিশ্রমী বিচক্ষণ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী উপজেলাবাসির সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান। তিনি সিরাজগঞ্জ ১ আসনের সংসদসদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় এর আন্তরিকতা ও সহযোগিতায় জবাবদিহিতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলার মধ্যে কাজিপুর উপজেলা কে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সবার সহযোগিতা নিয়ে কাজিপুর উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলার পাশাপাশি উপজেলা উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Development by: webnewsdesign.com