যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার ভৈরব নদ থেকে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা কাঠের ব্যবসা করতেন। নিহতের স্ত্রী সালমা বেগম জানান, শনিবার সন্ধ্যায় তার স্বামী এক ব্যবসায়ীর কাছে পাওনা দুই লাখ টাকা আদায় করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। রবিবার সকালে বাড়ির পাশে ভৈরব নদে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।
ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুজ্জামান জানান, কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Development by: webnewsdesign.com