কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিনা টিকেটে রেল ভ্রমণের দায়ে ৪২২ যাত্রীর কাছ থেকে এক লাখ ৩২ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী এই জরিমানা আদায় করেন রেলওয়ে পূর্বাঞ্চল জোনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মো. হামিদুল ইসলাম সাজ্জাদ। এ সময় রেলওয়ে পুলিশসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভৈরব রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব স্টেশনে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী ১২টি আন্তঃনগর ও বিভিন্ন মেইল ট্রেনে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় বিনা টিকিটে ভ্রমণকারী ৪২২ জন যাত্রীকে আটক করা হয়। পরে আটক যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ নগদ এক লাখ ৩২ হাজার ৯২০ টাকা আদায় করা হয়।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মো. হামিদুল ইসলাম সাজ্জাদ।
Development by: webnewsdesign.com