সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা ৩নং বাহাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নান্টু চৌধুরী গত শুক্রবার (১৬-১২-২০২২)ইং তারিখে বিকাল ৩ ঘটিকার সময় ভেরী বাঁধ কাজ শুরুর শুভ উদ্ধাধন করেন,উদ্ধাধনের সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক ও মা কোম্পানীর স্বত্তাধিকারী মোঃ আলী হোসেন সরকার, আরোও উপস্থিত ছিলেন এলাকার গণমান্য মুরব্বীগণ। এই এলাকায় উক্ত ভেরীবাঁধের আওতাধীন রয়েছে কৃষকদের কয়েক শতক একর জমি।
প্রতিবছর চৈত্র-বৈশাখ মাসে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করে এতে কাঁচাপাকা ধান পানির নিচে তলিয়ে যায়। এমতবস্থায় ঐ এলাকার কৃষকদের হাজার হাজার মেটিক টন ধান নষ্ট হয় এবং সকল প্রকার উৎপাদিত ফসল থেকে মানুষ বঞ্চিত হয় ।বাঁধ ভেঙে যাওয়ায় মানুষের পাশাপাশি গবাদিপশুরও খাদ্যের অভাব দেখা দেয়।তাই এই এলাকায় ভেরী বাঁধ নির্মাণ অতান্ত প্রয়োজন ছিল, যা শুভ উদ্ধাধনের মাধ্যমে এলাকার কৃষকদের মুখে স্বস্তির হাসি ফুটিয়ে তুলবে। উক্ত একটি ভেরী বাঁধই বাঁচাতে পারে দেশের উৎপাদিত ফসল।
Development by: webnewsdesign.com