ভেদেরগঞ্জে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | ১:২৪ অপরাহ্ণ

ভেদেরগঞ্জে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ
apps

শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে কাশেমপুর যাতায়াতের সড়ক সংস্কারের তিন সপ্তাহ পরেই উঠে গেছে বিটুমিন। গত ২ জুন রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে ২ ডিসেম্বর তা শেষ হয়। এতে মোট খরচ হয় প্রায় তিন কোটি আটষট্টি লক্ষ টাকা।সংস্করণের তিন সপ্তাহ পরেই ফাটল ও বিটুমিন উঠে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এছাড়াও সড়কের উপরে এক ইঞ্জি বিটুমিনের পুরুত্ব থাকার কথা থাকলেও তা আধা ইঞ্জির দেওয়া হয়।সড়কের অবস্থা এমনি হয়েছে যে সড়কের উপরের পিচ টেনে যে কেউ উঠাতে পারবে।

এমন ব্যাপক অনিয়মের কারণে ক্ষুব্ধ এলাকাবাসী।অনিয়মের চিত্র উঠে আসায় আবার শুরু করেছে সড়কের পুনরায় সংস্করণের কাজ।তবে সেটিও হচ্ছে জোরা তালি দিয়ে। ঠিকাদার বলেন, সড়কের উপর ময়লা থাকায় এবং বড় গাড়ি চলাচল করায় এমন বেহাল অবস্থা হয়েছে।
এলাকাবাসীরা জানান, সড়ক সংস্কারণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। আর অনিয়মের পর জোরা তালি দিয়ে কাজ করায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি পূনরায় সড়ক সংস্করণ করা হোক।

Development by: webnewsdesign.com