ভূরুঙ্গামারীতে দুই দিনের ঝিরিঝিরি বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | ২:৫৫ অপরাহ্ণ

ভূরুঙ্গামারীতে দুই দিনের ঝিরিঝিরি বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি
apps
সারাদেশের মতো কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও গত দুই দিনের বৃষ্টিপাত এবং মৃদু বাতাসে উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ও আধাপাকা ধান মাটিতে শুয়ে পড়েছে এবং অনেক ক্ষেত পানিতে তলিয়ে গেছে।অসময়ের বৃষ্টিপাত সাধারণত নভেম্বর মাসে বৃষ্টিপাত হয় না।
বৃষ্টির সাথে মৃদু বাতাস থাকায় ধান গাছগুলো মাটিতে হেলে বা শুয়ে পড়েছে। পাকা ধান মাটিতে পড়ে যাওয়ায় তা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।পানিতে তলিয়ে যাওয়ায় অনেক জমির ধান বৃষ্টির পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে, যা ফসলের গুণগতমান নষ্ট করবে এবং পচনের ঝুঁকিতে রয়েছে।
বর্তমান পরিস্থিতি ও কৃষকের দুশ্চিন্তা যেসব ধান আর কয়েকদিনের মধ্যেই কাটা হতো, তা নষ্ট হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।কৃষক আ:হাকিম,সিরাজুল,টেপু,মুশিউর রহমান,জলিল,কালামসহ আরও অনেকেই বলেন আমন ধান লাগানোর পর থেকেই জমিতে পোকার আক্রমণ ক্রমোশ বেরেই চলছে, পোকা দমনের জন্য কীটনাশক ৩-৪ বার  স্প্রে করলেও পোকা দমন করা যাচ্ছে না কোনো ভাবেই।
আবার ধানের গাছে মাটিতে শুয়ে পড়েছে অনেকের।এবার আমন ধান উৎপাদনে খরচ উঠবে কিনা বুঝতেছি না।সব মিলিয়ে কৃষকরা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছেন। অন্য দিকে ধানের পাশাপাশি শীতকালীন সবজি ক্ষেতেরও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

Development by: webnewsdesign.com