ভারী বর্ষণ, জনবল সঙ্কট ও বন্ধুর পথ-এসব কারণে আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এই ভূমিকম্পে এখন পর্যন্ত সহস্রাধিক মানুষের প্রাণ গেছে। ধারণা করা হচ্ছে এখনও অনেক মানুষ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছেন। মাটি-পাথরের তৈরি বাড়ি হওয়ায় অনেকেই আটকা পড়তে পারেন বলেন শঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থার নাজুক দশায় আহতদের চিকিৎসা দেওয়া নিয়েও বেশ ঝক্কি পোহাতে হয়েছে। সঙ্কট মোকাবেলায় এই মুহূর্তে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে আফগান সরকার। সরকারের মুখপাত্র বলেছেন, ‘আমরা ওইসব এলাকায় পৌঁছাতে পারিনি, নেটওয়ার্ক ব্যবস্থাও খুব দুর্বল।’
জাতিসংঘ এরইমধ্যে দুর্গত এলাকায় আশ্রয় ও খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করছে। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প কবলিত এলাকার রাস্তাঘাট ও মোবাইল টাওয়ার ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যাও তাই বাড়তে পারে। ১৫০০ শতর বেশি মানুষ আহত হয়েছে। স্থানীয় চিকিৎসকদের বিশ্বাস, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে যারা ভবন বা বাড়ি থেকে বের হতে পারেনি।
সূত্র: বিবিসি
Development by: webnewsdesign.com