আসন্ন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে প্রতারণার অভিযোগে মো. সুজন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার দুপুরে র্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার গোপীনাথপুর এলাকায় অভিযান চালায়। বেলা আড়াইটার দিকে স্থানীয় একটি চালকলের সামনে থেকে সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সুজন গোপীনাথপুর গ্রামের কালু মিয়ার ছেলে। সে একটি প্রতারকচক্রের সদস্য। আসন্ন এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের ভুয়া প্রশ্নপত্র সে অনলাইন মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল। তার হেফাজত থেকে এ সংক্রান্ত প্রমাণাদিসহ একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, আটক সুজন মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com