ভুলতা ফ্লাইওভারের বাতি না জ্বলায় অপরাধ বাড়ছে

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ | ৫:০৪ অপরাহ্ণ

ভুলতা ফ্লাইওভারের বাতি না জ্বলায় অপরাধ বাড়ছে
apps

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারে বাতি না জ্বলায় অন্ধকার এলাকাটিতে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গেছে। প্রায় প্রতিরাতেই ঘটিয়ে যাচ্ছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। পুলিশ ঘটনা প্রতিরোধে হিমসিম খাচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ তিন মাস যাবত ভুলতা ফ্লাইওভারটি অন্ধকার অবস্থায় পড়ে আছে।অন্ধকারের কারণে ফ্লাইওভারের উপর প্রতিরাতেই ঘটছে নানা ধরনের অপরাধ। বাতি না থাকায় অপরাধীরা ফ্লাইওভারকে নিরাপদ স্থান হিসাবে ব্যবহার করছে। দূরপাল্লার চলাচলরত পরিবহনের চালক ও যাত্রীদের রাতের বেলায় এই ফ্লাইওভার দিয়ে চলাচল করতে আতংকে থাকতে হচ্ছে।

অন্ধকার ফ্লাইওভারের উপরে ও চার পাশের ঢালে প্রায় প্রতিরাতেই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। তিন মাসে শতাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের ভুগান্তির ভয়ে এসব থানায় এন্ট্রি করা হয়নি বলে জানা যায়।নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন কি কারনে বাতি জ্বলে না আমি জানি না, শুনেছি তার চুরি হয়েছে।

বিদ্যুৎ লাইনের দেখা শুনার দায়িত্ব ইলেক্ট্রিশিয়ান আকরামের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।ভুলতা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমাদের এরিয়া অনেক বড়, মহাসড়ক, হাইওয়ে কন্ট্রোল করতে আমাদের হিমসিম খেতে হয়। ফ্লাইওভারে বাতি না থাকায় উপরে ঘটনা ঘটলে দেখা যায় না আমরা যাওয়ার আগে অপরাধী পালিয়ে যায়। ফ্লাইওভারের উপরে বাতি একান্ত দরকার।

Development by: webnewsdesign.com