ভাসানচরে নেওয়া হচ্ছে না রোহিঙ্গাদের

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ

ভাসানচরে নেওয়া হচ্ছে না রোহিঙ্গাদের
apps

কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ রোহিঙ্গাকে এখনই নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বুধবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

 

তিনি বলেন, উখিয়া থেকে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পুনর্বাসনের যে পরিকল্পনা করা হয়েছিল, তা থেকে সরে এসেছে সরকার।

 

 

 

এ মুহূর্তে তাদের ভাসানচরে স্থানান্তর করার কোন পরিকল্পনা সরকারের নেই।রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে প্রতিবেশী দেশ মিয়ানমারের পাশাপাশি বন্ধুপ্রতীম অন্যান্য দেশুগুলোও অতীতের তুলনায় বেশি আন্তরিকতা নিয়ে এগিয়ে এসেছে বলে জানান প্রতিমন্ত্রী।তিনি আরও বলেন, রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত উখিয়ায় তাদের বসবাসের ক্যাম্পগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও উগ্রবাদ ঠেকাতে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়াসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Development by: webnewsdesign.com