নুসরাত জাহান এবং নিখিল জৈনের সর্ম্পকে ফাটল ধরেছে। নেটিজেনদের ধারণা, তাদের সর্ম্পকে ঢুকে পড়েছে তৃতীয় ব্যক্তি। তার জন্যই ফাটল ধরেছে নুসরাত-নিখিলের। আর তৃতীয় ব্যক্তি হিসেবে শোনা যাচ্ছে অভিনেতা যশ দাসগুপ্তের নাম।
বিচ্ছেদের গুঞ্জনে ছড়িয়ে পড়ার পর একাধিকবার বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হয়েছেন নিখিল এবং নুসরাত। ভালোবাসা দিবসে নতুন করে আলোচনায় এ জুটি। রোববার (১৪ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নিখিল।
শেয়ার করা ছবিতে পাহাড়ি রাস্তার পাশে একা বসে থাকতে দেখা গেছে নিখিলকে। ক্যাপশনে লিখেছেন, ‘আমি দুঃখিত। তুমি কী কথা দিয়েছিলে আমাকে! দেখতে পাচ্ছি, একজন বদলে গিয়ে অন্য মানুষে পরিণত হয়েছে। আমি এখনও সেই আগের মতোই আছি’।
এমন পোস্টের পর নেট দুনিয়ায় রীতিমত আলোচনা চলছে এ জুটিকে নিয়ে। নেটিজেনরা মনে করছেন, ভালোবাসা দিবসে নুসরাতকে বার্তা দিয়েছেন নিখিল। নুসরাত বদলে গেছেন সেটা বুঝাতে চেয়েছেন নিখিল। নিখিলের পোস্টের কমেন্টস বক্সে অনেকেই কথা বলেছেন তার পক্ষে। গৌতম নামের একজন লিখেছেন, ‘চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে। আমি জানি আপনি একজন ভাল মানুষ।’
এদিকে গত বৃহস্পতিবার ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ সিনেমার প্রিমিয়ারে নুসরাতের সঙ্গে হাজির হয়েছিলেন যশ। একসঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তারা। তা দেখে নেটিজেনরা ধারণা করছেন, নুসরাত বদলে গেছেন। আর নিখিল আগের মতোই আছেন।
Development by: webnewsdesign.com