ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, আক্রান্ত ৭ হাজার

বুধবার, ১১ জুন ২০২৫ | ৭:২৯ অপরাহ্ণ

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, আক্রান্ত ৭ হাজার
apps

প্রাণঘাতী করোনা ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেটে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে চলতি বছরে ভারতজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২১ জনে পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ২২৩ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণী রাজ্য কেরালায়। এরপর যথাক্রমে— গুজরাটে এক হাজার ২২৩ জন, দিল্লিতে ৭৫৭ জন এবং পশ্চিমবঙ্গে ৭৪৭ জন।

গত মে মাসের শেষের দিকে ভারতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। এরমধ্যে এলএফ.৭, এক্সএফজি, জেন.১ ধরনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এছাড়া নতুন করে এনবি.১.৮.১ নামে নতুন একটি উপধরণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু আগেই বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে তাই এ মুহূর্তে নতুন করে গণহারে টিকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা যেমন— মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা, ভিড় এড়িয়ে চলা ইত্যাদি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

Development by: webnewsdesign.com