ভারতে মুসলীম গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৪৭ অপরাহ্ণ

ভারতে মুসলীম গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল
apps

ভারতে হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অঙ্গিসংযোগের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া চান্দগ্রাম আঞ্চলিক শাখা ও চান্দগ্রাম এ,ইউ, ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখা।

শনিবার সকাল ১১টায় চান্দগ্রাম মাদ্রাসা সামনে থেকে মিছিল শুরু হয়ে চান্দগ্রাম গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্হানিয় বাজারে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ শেষে পথ সভায় বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী হয়ে সন্ত্রাসী মোদী নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। নির্বিচারে গুলি করে মারছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের প্রায় ৪০০ কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না।

মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি যোগ দিলে এদেশে মুসলীমদের রক্তের বন্যা বয়েযাবে বলে হুশিয়ারী উচ্চারণ করে বলেন,যার মদতে আমার মুসলীম ভাইয়ের রক্ত ঝরছে, রক্তের দাগ এখনও শোকায়নি।
মোদি এ দেশে আসলে আমরা রাজ পথে রক্ত দিতে প্রস্তুত রয়েছি। মোদিকে এদেশে আসতে দিবনা। মুসলমানদের উপর কোন ধরণের নির্যাতন সহ্য করবো না।

বক্ত্যব রাখেন চান্দগ্রাম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাহবুবুল আলম,সহ-কারী মুলভী মাওলানা আব্দুল হাছিব,চান্দগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি নাহিদ হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রহমান (অপু) মাদ্রাসা শাখাার সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমদ।

Development by: webnewsdesign.com