সদ্য প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে, ভারতে প্রতি এক হাজার জন পুরুষের বিপরীতে বর্তমানে নারীর সংখ্যা ১ হাজার ২০০ জন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ইতিহাসে এবারই প্রথম দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হলো। বুুধবার (২৪ নভেম্বর) ভারতের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষার চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখান দেখা গেছে, ১৯৯০ সালে ভারতে ১,০০০ জন পুরুষপিছু নারীর সংখ্যা ছিল ৯২৭। ২০০৫-০৬ সালের সমীক্ষায় নারী-পুরুষের সংখ্যা সমান ছিল। অর্থাৎ প্রতি ১,০০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ছিল ১,০০০ জন।
কিন্তু ২০১৫-১৬ সালে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় তা কিছুটা কমে গিয়েছিল। নারী এবং পুরুষের অনুপাত দাঁড়িয়েছিল ৯৯১:১,০০০ অর্থাৎ দেশটিতে প্রথমবারের মতো পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলো। এই সমীক্ষাকে সামনে রেখে সংশ্লিষ্টরা বলছেন, ভারতে নারীদের ক্ষমতায়ন ও তাদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে পেরেছে সরকার, এটি তারই ফল।
Development by: webnewsdesign.com