ভারতের মধ্যপ্রদেশে গাড়ি উল্টে তিন নারী নিহত ও একজন আহত হয়েছেন।শনিবার ভারতের রাজ্যের গুনা জেলার আগ্রা-মুম্বাই মহাসড়কের বিনাগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কে বিপথগামী একটি গরুকে বাঁচাতে গিয়ে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- সন্তোষ কুমারী (৪৮), গায়ত্রী সিং (৪২) এবং পুনম ভারতী (৪০)। আহত বিন্দু শর্মাকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই বান্ধবী। তারা দিল্লি থেকে গাড়িতে করে বিখ্যাত ওংকারেশ্বর মন্দির দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
আহত বিন্দু শর্মা গাড়ি চালাচ্ছিলেন। রাস্তায় হঠাৎ গরু দেখে তিনি ভড়কে যান। গরুকে বাঁচাতে গিয়ে তিনি ব্রেক করলে গাড়িটি উল্টে যায়।
Development by: webnewsdesign.com