ভারতে টানা দুই দিন ধরে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে শনাক্ত হয়েছে। আজ শনিবার সকাল থেকে এর আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের। যা গত ৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগের দিন সংক্রমণের সংখ্যা ছিল ১ লাখ ৮৬ হাজার ১৬৩ জনের।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৬১৭ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২২ হাজার ৫১২ জনে।
ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজারের বেশি মানুষ। এখনো করোনার সঙ্গে লড়ছেন ২২ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।
Development by: webnewsdesign.com