ভারতে একদিনে করোনায় আরও ১৪৫ মৃত্যু, শনাক্ত ১৩৭৮৮

সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ | ৬:৩৩ অপরাহ্ণ

ভারতে একদিনে করোনায় আরও ১৪৫ মৃত্যু, শনাক্ত ১৩৭৮৮
apps

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৭৮৮ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি পাঁচ লাখ ৭১ হাজার ৭৭৩ জন। এ সময়ে মারা গেছেন ১৪৫ জন। এখন পর্যন্ত করোনায় এক লাখ ৫২ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৫৭ জন সুস্থসহ মোট এক কোটি দুই লাখ ১১ হাজার ৩৪২ রোগী করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগী দুই লাখ আট হাজার ১২ জন। নতুন আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা অবশ্য বেশি। এই মুহূর্তে দেশটিতে সুস্থতার হার ৯৬.৫৯ শতাংশ, যা রোববারের তুলনায় সামান্য বেড়েছে। সূত্র: আনন্দবাজার।

Development by: webnewsdesign.com