ফেনীর পরশুরামে বিলোনিয়া ইমিগ্রেশন সীমান্ত পথে বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশে আসার পর ভারতীয় এক নাগরিকের কাছ থেকে নগদ টাকা ছিনতাই ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সদস্য (মেম্বার) সরোয়ারুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় সরোয়ারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি সদস্য সরোয়ারসহ অজ্ঞাত চার/পাঁচজনকে আসামি করে পরশুরাম থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ভারতীয় নাগরিক গোবিন্দ বিশ্বাস বাপ্পা (৪০)। তিনি ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার মতাই গ্রামের সাধন চন্দ্র বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দ বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট-ভিসা নিয়ে বৈধভাবে পরশুরাম বিলোনিয়ার ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন। পরে সিএনজি চালিত অটোরিকশা-যোগে তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পরশুরাম বাজারের কাছাকাছি পৌঁছলে সরোয়ারের নেতৃত্বে চার/পাঁচজন সন্ত্রাসী তাকে জোরপূর্বক আরেকটি অটোরিকশায় তুলে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার সাথে থাকা নগদ বাংলাদেশি ৭০ হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার রুপি এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।
পরশুরাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে সরোয়ারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিধি মেতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Development by: webnewsdesign.com