ভাত না খেতে পারার আক্ষেপ নুসরাত ফারিয়ার

শনিবার, ১৬ এপ্রিল ২০২২ | ১২:২১ অপরাহ্ণ

ভাত না খেতে পারার আক্ষেপ নুসরাত ফারিয়ার
apps

মডেল-অভিনেত্রীদের মেদহীন শরীর ধরে রাখতে খাবার গ্রহণে খুবই সতর্ক থাকতে হয়। আদিকাল থেকেই বাঙালিদের অন্যতম খাবার ভাত। কিন্তু মাসের পর মাস এসব মডেল-অভিনেত্রীকে ফিটনেস ঠিক রাখার জন্য ভাতই খাওয়া হয় না। সম্প্রতি ভাত না খেতে পারার আক্ষেপ জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া।

সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, ‘ভাতের জন্য পরিশ্রম করি কিন্তু ভাত খেতে পারি না। ‘ এটা লেখার পর হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘অ্যাকট্রেস লাইফ’। নুসরাত ফারিয়া সম্পর্কে যারা খোঁজ-খবর রাখেন, তারা জানেন নিজের ফিটনেস সম্পর্কে কতটা সচেতন এই অভিনেত্রী।

নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করেন।খাদ্যতালিকাও ডায়েটবান্ধব, যেখানে ভাত নেই বললেই চলে। বর্তমানে কলকাতায় রয়েছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ কিছু স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। শুরু করবেন বিজ্ঞাপনের কাজও। এরপরই ঈদ উদ্যাপনের জন্য ঢাকায় ফিরবেন তিনি।

Development by: webnewsdesign.com