ভক্তদের সুখবর দিলেন মাহিয়া মাহি

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ৮:২০ অপরাহ্ণ

ভক্তদের সুখবর দিলেন মাহিয়া মাহি
apps

নিজের কোনো অফিশিয়াল ফ্যান পেজ ছিল না। তবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুকে সরব হলে গতকাল তার নিজের পেজটি ভেরিফায়েড হয়েছে। এতে বেজায় খুশি মাহিয়া মাহি।

এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘এই প্রথম আমার নিজের পরিচালিত অফিশিয়াল ফ্যান পেজ ভেরিফায়েড হয়েছে। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। এখন থেকে এই পেজ থেকে ভক্তরা আমার খবর জানতে পারবেন।’

হালের জনপ্রিয় এই নায়িকার যাত্রা শুরু ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১২ সালে । এরপর অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসায়’।

 

 

 

 

মাহি আরো বলেন, আগে আমার একটি ফ্যান পেজ ছিল, যেটা পরিচালনা করত জাজ মাল্টিমিডিয়া। সেখানে আমার অ্যাকসেস ছিল না। কিছুদিন আগে আমার নামে আরেকটি অফিশিয়াল ফ্যান পেজ ভেরিফায়েড হয়েছিল, যা আমার ছিল না। তবে এবার আমার নিজের ফ্যান পেজ ভেরিফায়েড হলো।

গেল ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন মাহি। ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা : দ্য লিডার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’ ছবিতে কাজ করছেন তিনি।

Development by: webnewsdesign.com