বড়াইগ্রামে প্রয়াত আ’লীগের সভাপতি জলিলের স্বরণে দোয়া মাহফিল

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ | ৯:০৪ অপরাহ্ণ

বড়াইগ্রামে প্রয়াত আ’লীগের সভাপতি জলিলের স্বরণে দোয়া মাহফিল
apps

নাটোরের বড়াইগ্রামে প্রয়াত আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আঃ জলিল প্রামানিকের ১ম মৃত্যু বার্ষিকীর উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে মৌখাড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ কুদ্দুস এমপি। সাংসদ সদস্য নাটোরে ৪ সাংসদ সদস্যের বক্তব্যে বলেন, জলিল নেতা মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। তার চলে যাওয়া আমরা ভুলতে পারবো না।

উত্তরবঙ্গের প্রায় সকল আওয়ামীলীগের নেতা তাকে ভালোবাসতেন পছন্দ করতেন। গেট রাস্তা ও ভবন নির্মাণ করা হবে তার নামকরণে বলেও জানান।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান বক্তা কেএম জাকির হোসেন, মেয়র বনপাড়া পৌর সভা।

বিশেষ অতিথি, বড়াইগ্রাম উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের সদস্য ও বড়াইগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়ন, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু,জলিলের পরিবারের সকল সদস্য সহ আওয়ামীগের সকল সংঘঠন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রয়াত জলিলের স্বরণে দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

Development by: webnewsdesign.com