নাটোর বড়াইগ্রামে শনিবার বিকালে বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বড়াইগ্রাম পৌরসভার গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় এমপি পুত্র শোভন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি মহাদয়ের-পুত্র- আসিফ আব্দুল্লাহ বীন শোভন কুদ্দুস।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক মাহবুব উল হক বাচ্চু, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মো: মাজেদুল বারি নয়ন,এছারাও পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মো: মাজেদুল বারি নয়ন জানান, এসময় মোট ১১৪ জন গরিব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com