মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চুকারপুঞ্জি এলাকা থেকে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে।
এরা হচ্ছে,বড়ময়দান গ্রামের মৃত আফতাব আলীর ছেলে কামাল হোসেন (৩৫) ও বাড্ডা গ্রামের এনাম উদ্দিনের ছেলে শাহেদ আহমদ (২২)। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকা থেকে তাদের’কে আটক করে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ন’টার দিকে উপজেলার চুকারপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এসময় ১১৬ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ দুই যুবককে পুলিশ গ্রেফতার করে।
থানার (ওসি) মো.জাহাঙ্গীর হোসেন সরদার ১১৬ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ দুই যুবক’কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com