শীত মৌসুমে করোনার বিস্তার রোধে স্বাস্থ্য বিধি নির্দেশনা নিশ্চিতকল্পে ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে মৌলভীবাজারের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে আজ সারা জেলায় এক যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এতে বড়লেখা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্য বিধি নিশ্চিন্তকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পরে চলাফেরা করায় ৩৮জন কে ৭৬০০টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট (আদালত)।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে বড়লেখা পৌরশহরের হাজিগন্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃ শামীম আল ইমরান ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নুসরাত লায়লা নীরার নেতৃত্বে দু’ইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার এস আই প্রভাকর রায়ের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃ শামীম আল ইমরান জানান, সরকারী নির্দেশনা রয়েছে স্বাস্থ্য বিধি মেনে বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতেহবে। কিন্তু সাধারণ মানুষ মুখে মাস্ক ছাড়াই বাহিরে ঘোরা ফেরা করছে। এতে করে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে।
‘শীত মৌসুমে করোনার বিস্তার রোধে স্বাস্থ্য বিধি নির্দেশনা নিশ্চিতকল্পে ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে মৌলভীবাজারের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে আজ উপজেলায় দু’ইটি স্হানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এসময় মাস্ক পরিধান না করাসহ করোনা ভাইরাস সংক্রান্ত অন্যান্য স্বাস্থ্যবিধি না মানায় ৩৮জন কে ৭৬০০টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিনি সকল কে জনসমাগম পরিহার করে, সামাজিক দুরত্ব মেনে, স্বাস্থ্য বিধি অনুযায়ী ঘরের বাহিরে মাস্ক ব্যবহার ও ঘনঘন সাবান পানি দিয়ে হাত পরিস্কার করার জন্য অনুরোধ করেন। সেই সাথে করোনা ভাইরাসের সংক্রামন রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
Development by: webnewsdesign.com