বড়লেখায় সরকারি জমির মাটি কাটার অভিযোগেএক্সকাভেটর চালক কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বড়লেখায় সরকারি খাসজমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগে উটেছে, এক্সকাভেটর চালক মোহম্মদ রুহুল আমিন মনার বিরোদ্ধে। পরে ভ্রাম্যমাণ আদালত, বুধবার (০২ মার্চ) দুপুরে পৌর সভার পানিধার এলাকায় এই অভিযান পরিচালনা করে রুহুল আমিন মনাকে ১ লাখ টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর সভার পানিধার এলাকায় এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে সরকারি খাস জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছিল-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারি ভূমি কমিশার জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি মাটি কেটে নেওয়ার প্রামণ পান, পরে ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক্সকাভেটর চালক মোহম্মদ রুহুল আমিন মনাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, উপজেলা সহকারি ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা অবৈধভাবে পাহাড়-টিলা-সরকারি জমির মাটি কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com