মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
(১৪ ডিসেম্বর) বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com