মৌলভীবাজারের বড়লেখায় লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
(১৮ সেপ্টেম্বর) শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়লেখার আয়োজনে উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ষোলসা গ্রামের কৃষক জাকির হোসেনের বাড়িতে এ মাঠ দিবস পালিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষিবিদ দেবল সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ দিলিপ কুমার অধিকারী,অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল।
প্রধান অতিথির বক্তব্য দিলিপ কুমার অধিকারী বলেন, “মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দূর্বার” এই স্লোগানে সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন ধরনের সহযোগীতা করছে। তাই লেবু জাতীয় ফসলের উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি এ অঞ্চল থেকে কমলা মাল্টাসহ লেবু জাতীয় ফসল রপ্তানি দ্রব হিসেবে গড়ে তুলতে হবে।
বড়লেখা উপজেলার মাটি লেবু জাতীয় ফসল আবাদের জন্য উপযোগী। নতুন করে কমলা,মাল্টাসহ লেবু জাতীয় ফসলের বাগান তৈরি করে পরিবারের চাহিদা মিটিয়ে আর্থীক ভাবে লাভবান ও হতে পারেন। কৃষি মন্ত্রণালয় এক্ষেত্রে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।
তিনি কৃষকদের প্রতি আহবান জানিয়ে বলেন আপনারা একক বা মিশ্র ফলবাগান তৈরী করে পরিবারের চাহিদা মিটিয়ে নিজেরা লাভবানও হতে পারেন। এক্ষেত্রে স্হানীয় কৃষি অফিস আপনাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সেলিম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ সামছুদ্দিন আহমদ,জেলা প্রশিক্ষণ অফিসার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার। মো. আব্দুল লতিফ আহবায়ক কৃষকলীগ বড়লেখা উপজেলা শাখা, মো.শাহাব উদ্দিন, চেয়ারম্যান দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ৷
স্বাগত বক্তব্য রাখেন তরুণ উদ্যোক্তা ও মাল্টা চাষে সফল চাষি মো.জাকির হোসেন।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ,এস,এম রাশেদুজ্জামান বিন হাফিজ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত, মো. মনিরুজ্জামান, লিটন চন্দ্র রায়, বিপুল দাস,সম্প্রসারণ কর্মী দিবদাস মন্ডল প্রমুখ ছিলেন।
Development by: webnewsdesign.com