বড়লেখায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ২:০৭ অপরাহ্ণ

বড়লেখায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
apps

মৌলভীবাজারের বড়লেখায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে হাজীগঞ্জ বাজার বণিক সমিতির ব্যবসায়ীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বড়লেখা পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ রেখে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।

বড়লেখা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করে। গত(১০ ফেব্রুয়ারি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এমেলার প্রস্তুুতি ও শুরুর পুর্বে প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,আমরা স্হানীয় প্রশাসনের কাছে মেলা বন্ধ করার দাবী জানিয়ে ছিলাম। পরে মেলা বন্ধ করতে বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতি উচ্চ আদালতে আপিল (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করলে মেলা স্থগিতে মহামান্য সুপ্রীমকোর্ট রুল আদেশ জারি করেন কিন্তুু তা অমান্য করে আয়োজকরা মেলা চালিয়ে যাচ্ছেন।

আদালতের নির্দেশ না মেনে তারা কিভাবে মেলা চালিয়ে যায়। বিষয়টি আমাদের অবাক করেছে। অবিলম্বে মেলা বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সহ সভাপতি সাইদুল ইসলাম। বণিক সমিতির সদস্য আব্দুল লতিফের সঞ্চালানায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ বাদশা, ব্যবসায়ী আবুল হোসেন, জুনেদ আহমদ, মুহিবুর রহমান, জাকির হোসেন প্রমুখ।

জানা গেছে, গত বছরের ডিসেম্বরে বড়লেখায় মেলা বসানোর প্রস্তুতি নিলেও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে তা সফল হয়নি। গত ৩ ডিসেম্বর আয়োজকরা উচ্চ আদালতে রিট পিটিশন (নং-১৩৩৪৬/২০১৯) করে বড়লেখা সরকারি কলেজে মাসব্যাপী মেলার আয়োজন করে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অবস্থায় মেলা বন্ধ করতে বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতি উচ্চ আদালতে আপিল (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৪২৫/২০২০) করেন। এরই প্রেক্ষিতে চেম্বার জজ (এ্যাপিলেট ডিভিশন) মেলা আয়োজনের পক্ষে আয়োজকদের উচ্চ আদালতে দায়ের করা রিট পিটিশনের ওপর ১৬ ফেব্রুয়ারি স্থিতাবস্থা জারি করে পূর্বের ইস্যুকৃত রুল আগামী ১৯ এপ্রিল পরবর্তী শুনানী পর্যন্ত স্থগিত করেন।

এ ব্যাপারে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির বিভাগীয় সমন্বয়ক এম.এ মঈন খান বাবলু সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানান, ‘আদালতের নির্দেশের অনুলিপি আজকে হাতে পেয়েছেন। নির্দেশনা পাওয়ার পরপরই মেলা বন্ধ করেছি।
বড়লেখা ইউএনও মো. শামীম আল ইমরান সোমবার সন্ধ্যায় জানান, ‘উচ্চ আদালতের আপিল বিভাগ মেলা স্থগিত করেছেন। জেলা প্রশাসক কার্যালয় থেকে চিঠি পাওয়ার পর আয়োজকদের জানিয়ে দেয়া হয়েছে।

Development by: webnewsdesign.com