বড়লেখায় ‘বঙ্গবন্ধু ম্যুরাল’র’ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ৭:১৪ অপরাহ্ণ

বড়লেখায় ‘বঙ্গবন্ধু ম্যুরাল’র’ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে
apps

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে এই ভিত্তি প্রস্থরের শুভ উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বড়লেখা উপজেলা পরিষদের বাস্তবায়নে এটি নির্মিত হবে।এতে ব্যায় হবে সাড়ে ৬ লাখ টাকা ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, থানার ওসি মো. ইয়াসিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সদর ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন,বড়লেখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com