আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশব্যাপী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বৃহস্পতিবার সকাল ১১ টায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে পি,কে,এস,এফ।
“দেশ গড়ার প্রয়োজনে, দুর্নীতি রুখবো সর্বজনে” এই প্রতিপাদ্য সম্বলিত প্রেকাড নিয়ে চান্দগ্রাম- কুলাউড়া আঞ্চলিক সড়কে দাসের বাজার মানববন্ধন ও পরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মো. মতিউর রহমান, সমন্বয় কারী,পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখা। তন্ময় দাস,স্বাস্থ্য কর্মকতা, ইফতেখার আহমদ,সমাজ উন্নয়ন কর্মকর্তা, জয়কুমার সরকার, এস, আই এম কর্মকর্তা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার শাখা।
Development by: webnewsdesign.com