মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান ও সদস্যপ্রার্থীসহ ১৩ জনকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) বিকেলে থেকে রাত দশটা পর্যন্ত বড়লেখা সদর, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিভাগ উত্তর, তালিমপুর ও দাসেরবাজার ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন এবং বড়লেখা উপজেলা সহকারি কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
উপজেলা সহকারি কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে জানান, আচরণবিধি লঙ্ঘন করে মিছিল-শোডউন এবং নিয়ম না মেনে পোস্টার টাঙানোর দায়ে ১৩ জন প্রার্থীকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি রক্ষায়ও ভ্রাম্যমাণ আদালত কঠোর অবস্থানে রয়েছে।
Development by: webnewsdesign.com