বড়লেখায় উচ্ছেদে অভিযান: ধামাই নদীর ২শ একর সরকারি ভুমি উদ্ধার

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩৫ অপরাহ্ণ

বড়লেখায় উচ্ছেদে অভিযান: ধামাই নদীর ২শ একর সরকারি ভুমি উদ্ধার
apps

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ধামাই নদী দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বড়লেখা উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়নের সুনাতুলা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান। এসময় অর্ধশত কাচাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২শ একর সরকারি ভুমি দখলমূক্ত করা হয়।

 

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সুনাতুলা এলাকায় ধামাই নদীর উপর কাঁচা পাকা সহ প্রায় ৫০টি স্থাপনা নদীর তীর অবৈধ ভাবে দখল করে রাখে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ধামাই নদীর খনন কাজ শুরু করে। এসব অবৈধ স্থাপনার কারণে নদীর খননকাজ বাধাগ্রস্ত হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সুনাতুলা এলাকায় এসব স্থাপনা উচ্ছেদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামমি আল ইমরানের নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অন্তত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২শ একর সরকারি জমি দখলমূক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, সদর ইউনিয়নের সোনাতুলা এলাকায় ধামাই নদীর তীরে গড়ে উঠা কাচাপাকা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ২শ একর সরকারি ভূমি দখলমুক্ত করা হয়েছে। দখলমুক্ত সরকারি ভুমিতে জনসাধারণের চলাচলের রাস্তা নির্মান করা হবে।

Development by: webnewsdesign.com