বড়লেখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | ৮:২২ অপরাহ্ণ

বড়লেখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
apps

দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, মৌলভীবাজারের বড়লেখায় র‌্যালী, আলোচনা সভা এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, একাডেমিক সুপার ভাইজার মো. শাখাওয়াৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ্দুজ্জান খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা বৃন্দছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমদের দেশে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। তবে দুর্যোগ প্রতিরোধ কৌশল জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে। প্রাকৃতিক দুর্যোগ সহনীয় পর্যায়ে রাখতে হলে পরিবেশ রক্ষা করতে হবে,পাহাড় কাটা বন্ধ করতে হবে এবং বিল্ডিং কোড মেলে ভবন নির্মান করতে হবে। সকল দুর্যোগ মোকাবিলায় পরিবেশ রক্ষাসহ জনসচেতনতার বিকল্প নেই বলে বক্তারা বলেন।

Development by: webnewsdesign.com