ব্রুনাইয়ের যুবরাজ আবদুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার যুবরাজ আবদুল আজিমের মৃত্যুতে সুলতান হাসানাল বলকিয়ার কাছে শোকবার্তা পাঠান পররাষ্ট্রমন্ত্রী।
শোকবার্তায় ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
ব্রুনাইয়ের যুবরাজ আবদুল আজিম সুলতান হাসানাল বলকিয়ার দ্বিতীয় পুত্র। তিনি শনিবার মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত ব্রুনাইয়ের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে চতুর্থ স্থানে ছিলেন যুবরাজ আবদুল আজিম।
Development by: webnewsdesign.com