ব্রীজ ভেঙ্গে খালে পরায় বরিশাল-বানারিপড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৫৬ অপরাহ্ণ

ব্রীজ ভেঙ্গে খালে পরায় বরিশাল-বানারিপড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ
apps

বরিশালের বাবুগঞ্জে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে পাথর বোঝাই ট্রাক বেইলী ব্রীজ ভেঙ্গে খালে পরায় বরিশাল-বানারিপড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুর থেকে সেখানে এই সুযোগটি কাজে লাগিয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেনের নেতৃত্বে একটি চক্র মানুষ পারাপারের জন্য একটি কাঠের সাঁকো তৈরি করে অবৈধ টোল আদায়ে মেতে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দায়িত্বে) নুসরাত জাহান খান’র নিদের্শনা অমান্য করে বানারিপাড়া-নেছারাবাদ উপজেলার বরিশাল গামী সাধারনদের জিম্মি করে গত দুই দিনে লক্ষ টাকা বানিজ্যের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে সরোজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গা বেইলি ব্রীজ এর পাশে একটি কাঠের সাঁকো তৈরি করে দুই পারে চেয়ার টেবিল পেতে জন প্রতি ৫-১০টাকা আদায় করছে গত দুই দিন যাবৎ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছে বরিশালগামী জিম্মি হয়ে পরা সাধারণ জনগন।
নির্বাহী কর্মকর্তার নিষেধাজ্ঞার বরাত দিয়ে অভিযুক্ত মাধবপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন’র কাছে টোল আদায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যখন মানুষ চলাচল করতে পারেনি তখন উপজেলা প্রশাসন, বড় বড় জনপ্রতিনিধিরা কোথায় ছিলো। এলাকার লোকজন অর্থ দিয়ে সাঁকো তৈরি করেছে। সেই অর্থ কে দিবে?
মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার বলেন, স্থানীয়রা টাকা খরচ করে কাঠের সাঁকো তৈরি করেছে। তাদের ব্যয় উঠে গেলে টোল আদায় বন্ধ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দায়িত্বে) নুসরাত জাহান খান বলেন,বিষয়টি শুনে বার বার ইউনিয়ন চেয়ারম্যানকে টোল আদায় বন্ধ করতে বলা হয়েছে। বন্ধ না করলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মঙ্গলবার সকালে পাথর বোঝাই একটি ট্রাক বেইলী ব্রীজ ভেঙ্গে খালে পরে যায়। এতে করে বরিশাল-বানারীপড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ ট্রাকটি উদ্ধার কাজ অব্যহত রেখেছে।

Development by: webnewsdesign.com