ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শুক্রবার, ১৩ আগস্ট ২০২১ | ৪:৪০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
apps

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ট্রাক চাপায় শামীম (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর একটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের রাধিকা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শামীম সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা গ্রামের জাকির হোসেনের ছেলে।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও পুলিশ সূত্র জানা যায়, শামীম সকালে মোটরসাইকেল যোগে সুলতানপুরে তার বোনের বাড়িতে গিয়েছিল। দুপুরে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শামীম গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তরুণের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com