ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সোমবার সকালে ও রবিবার গভীর রাতের ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতি হয়েছে ফসলের। তবে এতে হতাহতের কেনো ঘটনা ঘটেনি।
নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, সকালে ভলাকুট, কঠুই, ও খাগালিয়া, বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে ঝড় বয়ে যায়। এতে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়।
নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন জানান, ঝড়ে ভলাকুটের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় শিলা বৃষ্টির কারণে পূূর্বভাগ ইউনিয়নে ফসলের ক্ষতি হয়েছে।
Development by: webnewsdesign.com