ব্রাহ্মণবাড়িয়া এএসপি আলাউদ্দিনকে সিলেট রেঞ্জে বদলি

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | ৩:৪৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া এএসপি আলাউদ্দিনকে সিলেট রেঞ্জে বদলি
apps

হেফাজতে ইসলামের তাণ্ডবের এক মাস পর ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান।

তবে বদলির কারণ বলেননি তিনি। মঙ্গলবার পুলিশের সদর দপ্তর থেকে এই আদেশ আসে বলে তিনি জানান। এর আগে সোমবার সদর থানার ওসি আব্দুর রহিমকে রংপুরে বদলি করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক ও মাদ্রাসা ছাত্ররা। তাদের তাণ্ডবে পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সদর উপজেলা ভূমি অফিস ও জেলা গণগ্রন্থাগারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করার পাশাপাশি আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ৫৬টি মামলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৩৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Development by: webnewsdesign.com