সুবিধা বঞ্চিত মানুষের মুখে সামান্য হাসি ফুটানোর চেষ্টায় প্রায় ৫শ’ অসহায়-দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বন্ধন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া।
বৃহস্পতিবার দুপুরে শহরের নিয়াজ মুহম্মদ ষ্টেডিয়াম এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইসচেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
বন্ধনের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. মোরশেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, সংগঠনের সদস্য গোলাম মোর্শেদ, সাজেদুল করিম আরমান, মো. মানিক, টুটুল ধর, মো. সোহরাব হোসেন, সামসুজ্জামান শিমুল, মো. মনির, সমীর, জসিম, শাহাদাত, রাসেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি মানবিক জেলা তাতে কোন সন্দেহ নেই। আমার জানামতে এখানে ৬৭/৬৮ টি সংগঠন রয়েছে যাদের প্রায় সবাই মানবিক ও সামাজিক নানা কাজে জড়িত। কিন্তু ২/১ টি ঘটনার জন্যে জেলার ভালো কাজগুলো চাপা পড়ে। উদাহরণ হিসেবে যদি বলি গত ২৬,২৭ ও ২৮শে মার্চের ঘটনাকে এমনভাবে দেখানো হয় যাতে মনে হয় পুরো ব্রাহ্মণবাড়িয়ার লোক এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু আসলে তা নয়। এ জেলায় প্রায় ৩৪ লাখ লোকের বাস। ওই ঘটনায় ৫৬টি মামলা হয়েছে। মামলার আসামি হিসেব করলে এখানে যারা ঘটনা ঘটিয়েছে তাদের সংখ্যা ৫০ হাজারের কমবেশী। ৩৪ লাখ লোকের হিসেবে ৫০ হাজার হচ্ছে ১ পার্সেন্ট। এই এক পার্সেন্টের জন্যে কিভাবে আমরা ৯৯ পার্সেন্ট লোককে কালার করবো।
তিনি নেতিবাচক প্রচারনা পরিহার করে ব্রাহ্মণবাড়িয়ার ইতিবাচক দিকগুলো বেশি চর্চার আহ্বান জানান। পরে অসহায় দরিদ্র মানুষের মাঝে অনুষ্ঠানস্থল এবং শহরের বিভিন্নস্থানে খাবার বিতরণ করা হয়। ২০১০ সালে প্রতিষ্ঠিত বন্ধন সংগঠনটি গত ১০ বছর ধরে সমাজের মানুষের কল্যানে নানা কাজ করছে।
Attachments area
Development by: webnewsdesign.com